ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁও প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
সোনারগাঁও প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এতে ক্লাবের কম্পিউটার, মূল্যবান কাগজপত্র খোয়া গেছে।

এছাড়া ড্রয়ারের তালা ভেঙে নগদ ৭৫ হাজার টাকসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোর।  

মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে পেছন দিকের চালের টিন কেটে প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করে চোরেরা।

সিসি ক্যামেরারা ফুটেজে কয়েকজনকে সন্দেহজনকভাবে দেখা গেলেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি অভিযোগ করা হয়েছে।

সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন বলেন, ধরন দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত চুরি। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, এমন একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাবের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে চুরির ঘটনা খুবই দুঃখজনক। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যত দ্রুত সম্ভব জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাই।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেয়েছি।  জড়িতদের গ্রেফতার করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।