ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মেয়রের আপত্তিকর ভিডিও ভাইরাল, বিব্রত আ.লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
ফরিদপুরে মেয়রের আপত্তিকর ভিডিও ভাইরাল, বিব্রত আ.লীগ আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান সাইফার

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি সাইফুর রহমান সাইফারের আপত্তিকর ভিডিও চ্যাটিং ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ বিব্রত।

ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।  

তবে মেয়র সাইফুর রহমানের দাবি, ভিডিওটি সুপার এডিট।  তিনি চক্রান্তের শিকার।  

সাইফুর রহমানে বলেন, সামনে আমার নির্বাচন। এই কারণেই একটি মহল আমাকে সামাজের কাছে ছোট করার জন্য এই জঘন্যতম কাজটি করেছে।

স্থানীয় পৌর কাউন্সিলর আলী আশরাফ ঝন্টু শত্রুতা করে এ কাজ করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

মেয়রের অভিযোগের ব্যাপারে আলী আশরাফ ঝন্টু বলেন, এ কথা ভিত্তিহীন। আমি কেন এটা করতে যাব? সামনে আমারও নির্বাচন। তাইতো বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে মেয়র আমাকে হেয় করার চেষ্টা করছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মেয়র সাইফুর ভিডিও চ্যাটিংয়ে এক নারীর সঙ্গে যৌন উত্তেজক কথাবার্তা বলছেন। হঠাৎ এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ভাবে ক্ষোভ ও বিব্রতকর এক পরিস্থিতির সৃষ্টি হয়।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান আহাদুল হাসান এ বিষয়ে বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে মেয়রের যৌন ভিডিও দেখে মর্মাহত হয়েছি। এটি আওয়ামী লীগ ও জনগণের জন্য লজ্জা।

আলফাডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি অবশ্যই লজ্জার এবং বিব্রতকর। যে কোন জনপ্রতিনিধির জন্য এটি অপমানের, তিনি এর সঠিক তদন্তের দাবি করেন।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের বলেন, এটা দলের জন্য বিব্রতকর। নারীর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, সেটি অস্বাভাবিক নয়। তবে এটা ভাইরাল করা ঠিক হয়নি। ঘটনাটির জন্য আমিও লজ্জিত ।  

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইসতিয়াক আরিফ জানান, এটা দলের জন্য বিব্রতকর, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ব্যক্তি অপরাধের দায় দল নেবে না।  

প্রসঙ্গত, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুরের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ২০২০ সাল থেকে অনুসন্ধান চলমান। এছাড়াও মেয়রের দুই ভাই জাপান ও ওসমান মোল্যার বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। পুলিশকে মারধর ও সাংবাদিক নির্যাতনের মামলাও আছে তাদের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।