ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দীপালি রায়ের মৃত্যুবার্ষিকী বুধবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
দীপালি রায়ের মৃত্যুবার্ষিকী বুধবার

ঢাকা: ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের সহধর্মিনী দীপালি রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী বুধবার (২৩ নভেম্বর)।  

২০২০ খ্রিস্টাব্দের একই তারিখে ৬৭ বছর বয়সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার দীপালি রায়ের তিন সন্তানের বাসায় গীতা পাঠ ও প্রার্থনা এবং ফরিদপুরের শ্রীঅঙ্গনে ভোগের আয়োজন করা হয়েছে। তার আত্মার শান্তি কামনা করতে আত্মীয়স্বজন ও সুহৃদদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।  

উল্লেখ্য, দৈনিক সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কমলেশ রায় দীপালি রায়ের বড় ছেলে। বিজ্ঞপ্তি।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।