ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
বগুড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু  প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার সদর উপজেলার পূর্ব বৃন্দাবনপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে জামাল উদ্দিন খাজা (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত জামাল একটি প্রতিষ্ঠানের খাদ্যপণ্য সরবরাহের কাজ করতেন।  

জানা গেছে, শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে জামালের স্ত্রী ও সন্তান ওয়াজ মাহফিল শুনতে জেলা সদরের গোকুল এলাকায় যান। জামাল রাতে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ছেলে রিমন তার বাবাকে (জামাল) দরজা খোলার জন্য ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে ঘরের দরজা ভাঙা হয়। এ সময় কম্বল গায়ে জড়ানো জামালের মরদেহ দেখতে পাওয়া যায়। মাথায় আঘাতের চিহ্নও আছে।  

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, জামালের মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছি। সিরাজগঞ্জ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন টিমকে ডাকা হয়েছে। তারা এলে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসআইএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।