ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ 

খাগড়াছড়ি: ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন খাগড়াছড়ি যামিনীপাড়া জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ের হতদরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৬ নভেম্বর) সকালে তবলছড়ি গ্রিন হিল কলেজ মাঠে এ কার্যক্রমের উদ্বোধণ করেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লে: কর্নেল এবিএম জাহিদুল করিম।

 

এতে দুর্গম পাহাড়ের অন্তত ২ সহস্রাধিক পাহাড়ি/বাঙ্গালী মা ও শিশু এবং বিভিন্ন বয়সের রোগীদের মধ্যে এ সেবা প্রদান করেন বিজিবি।  

এছাড়াও চিকিৎসা সেবা নিতে আসা রোগী এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।