ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
বাগেরহাটে হাজতির মৃত্যু

বাগেরহাট: বাগেরহাট জেলা কারাগারের বন্দি মো. সেলিম ফরাজী (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টায়বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে অসুস্থ হয়ে পড়লে ওই রাতে তাকে হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ।

সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিনখানা এলাকায় মৃত কাশেম ফরাজীর ছেলে।

বাগেরহাট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বাংলানিউজকে বলেন, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে শুক্রবার রাত ১২টার কিছু আগে কারাগার থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।  চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, গত ২১ নভেম্বর বাগেরহাট জেলা হাসপাতালে চুরির অভিযোগে সেলিম ফরাসিসহ দু'জন জনতার হাতে আটক হয়।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা বাংলানিউজকে বলেন, একটি চুরি মামলার আসামি সেলিম ফরাজি গত ২১ নভেম্বর থেকে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। শুক্রবার রাতে হঠাৎ তার শ্বাসকষ্টসহ অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য তাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৬ নভেম্বর) বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।