ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে কচুরিপানা অপসারণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
কাপ্তাই হ্রদে কচুরিপানা অপসারণ শুরু

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নের কাপ্তাই হ্রদজুড়ে যোগাযোগ রক্ষা করতে কচুরিপানা অপসারণ শুরু করা হয়েছে।  

শনিবার (২৬ নভেম্বর) ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি নিয়েছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, কচুরিপানা অপসারণে ৩৬৬ জন উপকারভোগী দৈনিক ৪০০ টাকা মজুরিতে কাপ্তাই লেকে কচুরিপানা পরিষ্কার, রাস্তাঘাট সংস্কারসহ নানা ধরনের উন্নয়ন কাজে অংশ নিচ্ছেন।  

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন বলেন, শনিবার সকালে উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাট এলাকায় কাপ্তাই লেক  থেকে কচুরিপানা অপসারণ এ কার্যক্রমে ১০৫ জন অংশ নিয়েছেন।  

এদিকে, সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান,   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও বলেন, কাপ্তাই লেকে কচুরিপানার কারণে নৌচলাচল বিঘ্নিত এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। রাঙামাটি জেলা প্রশাসকের (ডিসি) নির্দেশে কর্মসৃজন কর্মসূচির আওতায় কাপ্তাই লেকে দ্রুত কচুরিপানা অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।