ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়লার গাড়িতে মিললো নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
ময়লার গাড়িতে মিললো নবজাতকের মরদেহ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ময়লার গাড়ি থেকে আনুমানিক পাঁচ মাসের এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মিজমিজি পূর্বপাড়া আবু তালেবের হোসাইনিয়া মাদ্রাসার সামনে থেকে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে।

রনি নামে এক প্রত্যক্ষদর্শী জানান, আলমগীর নামে এক পরিচ্ছন্নকর্মী পূর্বপাড়া এলাকার বিভিন্ন বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে গাড়িতে রাখাকালে নবজাতকের মরদেহটি দেখতে পান। পরে তিনি নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে ফোন দেন। তিনি ফোনটি রিসিভ না করলে তার সহযোগী মাসুদকে বিষয়টি জানালে তিনি বলেন, পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে। তারা বলেন, আপনারা নবজাতকটি কবর দিয়ে দেন। পরে আমরা নবজাতকটি কবর দিয়ে দেই।

আলমগীর নামের ওই পরিচ্ছন্নকর্মীরা বলেন, আমি হোসাইনিয়া মাদ্রাসার আশপাশের চারটি বাড়ি থেকে ময়লা নিয়ে যখন গাড়িতে রাখার সময় একটি পলিথিনে পেঁচানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমি এলাকাবাসীকে বিষয়টি জানিয়ে স্থানীয়দের কাছে মরদেহটি রেখে আসি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ময়লার গাড়ি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো ওয়ারিশ না থাকায় স্থানীয়ভাবে মরদেহটি দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।