ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া মুখলেছুর রহমান শাহীন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুখলেছুর রহমান কিশোরগঞ্জ শহরতলীর চরশোলাকিয়া বনানীমোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের ছেলে। তিনি ঠিকাদারি ব্যবসায় জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আনন্দবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন মুখলেছুর রহমান। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরপর শনিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়।

নিহত মুখলেছুরের বন্ধু ও সংবাদকর্মী মো. খায়রুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।