ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বৈদ্যুতিক তারে আটকে পড়া শালিক উদ্ধার করল ফায়ার সার্ভিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
বৈদ্যুতিক তারে আটকে পড়া শালিক উদ্ধার করল ফায়ার সার্ভিস উদ্ধার শালিক পাখি

বরগুনা: বরগুনা পৌর এলাকায় বৈদ্যুতিক তারে আটকে পড়া একটি শালিক পাখিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যার পর বরগুনা পৌরশহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

মিরাজ জানান, বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের সামনের চৌরাস্তা সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে তারের সঙ্গে একটি শালিক পাখি আটকে যায়। দুপুরের পর বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তারা অনেক চেষ্টার পরেও পাখিটিকে উদ্ধার করতে পারেনি। এরপর সন্ধ্যার দিকে স্থানীয় এক সাংবাদিক বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়।  

পরে সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের লোক এসে পাখিটি উদ্ধার করে।

শালিক পাখিটি ২ পায়ে জখম হয়েছে৷ পাখিটিকে স্থানীয় এক পৌরসভার পরিছন্নকর্মীর জিম্মায় দেওয়া হয়। সুস্থ হলে তিনি পাখিটিকে অবমুক্ত করবেন বলে জানিয়েছেন।  

ফায়ার সার্ভিস বরগুনা স্টেশন লিডার আবদুস সামাদ বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুঁকিপূর্ণ দেখে স্থানীয়রা বিষয়টি জানালে আমরা ও বিদ্যুৎ বিভাগ বৈদ্যুতিক তার থেকে নিরাপদে শালিক পাখি উদ্ধার করি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।