ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

মহিউদ্দিন খান আলমগীরকে দেখতে হাসপাতালে সেলিম মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
মহিউদ্দিন খান আলমগীরকে দেখতে হাসপাতালে সেলিম মাহমুদ

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত‌ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরকে আজ দেখতে গিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।  

তিনি নিজের এলাকা চাঁদপুরের কচুয়ার সংসদ সদস্যের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার পাশে বসে কিছু সময় অতিবাহিত করেন।

 

জানা গেছে, সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর অসুস্থ শরীর নিয়ে গত ২৩ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

ড. মহিউদ্দিন খান আলমগীরের দ্রুত সুস্থতা কামনা করে ড. সেলিম মাহমুদ বলেন, ড. মহিউদ্দিন খান আলমগীর শেখ হাসিনার সরকারের একজন মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে আমার উপজেলা কচুয়ায় অনেক উন্নয়ন করেছেন। এটা আমরা সব সময় মনে রাখবো। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমি সবসময়ই শ্রদ্ধাশীল। আমাদের নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের এই শিক্ষাই দিয়েছেন।  

ড. সেলিম মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী আজ শেখ হাসিনার আহবানে ঐক্যবদ্ধ। দেশের প্রতিটি সংকট আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে। দেশের মানুষ আওয়ামী লীগের পাশেই রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।