ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

গণমিছিলের নামে জঙ্গি মিছিল করবে বিএনপি: নিখিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
গণমিছিলের নামে জঙ্গি মিছিল করবে বিএনপি: নিখিল 

ঢাকা: যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, গণমিছিলের নামে জঙ্গি মিছিল করবে বিএনপি। আগেও আপনারা দেখেছেন মিছিলের নামে বিএনপি জ্বালাও-পোড়াও চালিয়েছিলো।

তাদের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।  

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টায় রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্করে সমবেত হয় দারুস সালাম, কাফরুল, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, পল্লবী থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সেখানে এসব কথা বলেন যুবলীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, যার যা কিছু আছে তা নিয়েই তাদের (বিএনপি) প্রতিহত করতে হবে। বিএনপি জামায়াতকে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবে।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষ মেনে নেবে না। তাদেরকে কঠোর হতে প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণ রাজপথে আছে। কোন প্রকার সন্ত্রাস কর্মকাণ্ড করতে যাওয়া হবে না। তাদেরকে (বিএনপি) দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।