ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এলডিপির গণমিছিলের বিরুদ্ধে পাল্টা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এলডিপির গণমিছিলের বিরুদ্ধে পাল্টা মিছিল

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) গণমিছিল চলাকালীন সময়ে তাদের প্রধান কার্যালয়ে ঠিক বিপরীতে হাতিরঝিল থানার ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে পাল্টা মিছিল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁও এফডিসি গেটে এলডিপির প্রধান কার্যালয়ের সামনে ' বিএনপি ঘোষিত ১০ দফা আদায়ের সমর্থনে অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিলের সময় এ দৃশ্য দেখা যায়।

এ সময় পুলিশের পক্ষ থেকে দুই গ্রুপকে কোনো ধরনের সহিংসতা না করার আহ্বান জানানো হয়। দুই গ্রুপ এ সময় স্লোগান দিতে থাকে এবং দুই দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।  

এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি কাজী আবুল কালাম বলেন, আমরা যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশাকরি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনে ঘটবে না, যথেষ্ট পুলিশ মোতায়েন আছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
ইএসএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।