ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যারা উন্নয়ন-গণতন্ত্র বিশ্বাস করে তারা আর বিএনপিকে চায় না 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
যারা উন্নয়ন-গণতন্ত্র বিশ্বাস করে তারা আর বিএনপিকে চায় না 

মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ বলেছেন, বিএনপির গণতন্ত্র নৈরাজ্য লুটপাটের গণতন্ত্র। তাদের এই গণতন্ত্র জনগণ আর চায় না।

বাংলাদেশের মানুষ যারা উন্নয়নে ও গণতন্ত্রে বিশ্বাস করে, তারা আর বিএনপিকে চায় না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।

শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সহ সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহাজামান, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসীরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

সঞ্চলনায় ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলাইন, সেপু, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, গণতন্ত্রের নামে যারা সারাদেশে হাওয়া ভবন তৈরি করে জনগণ তাদের আর চায় না। বিএনপির নেতাকর্মীদের মুখে গণতন্ত্রের কথা শুনে দেশের মানুষ এখন হাসে। বিএনপির অপপ্রচারকে প্রতিহত করার জন্য প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শান্তি সমাবেশে প্রতিমন্ত্রী মেহেরপুর জেলার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে আগামীতেও নৌকার পক্ষে থাকার আহ্বান জানান।
সমাবেশে এলাকার হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সামসুজ্জোহা নগর উদ্যান।

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।