ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাড়াবাড়ি করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো: লোটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
বাড়াবাড়ি করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবো: লোটন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন বলেছেন, নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। আড়াইহাজার কী কারও নামে লিখে দেওয়া হয়েছে নাকি।

বাড়াবাড়ি করলে দুর্বার আন্দোলন গড়ো তুলবো।

শুক্রবার (২২ ডিসেম্বর) আড়াইহাজারের ইলমদীতে এক নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। কারও বিপক্ষে কথা বলতে চাই না। সাত তারিখে আমাদের জন্য দোয়া করবেন এবং যেকোনো অন্যায়ের প্রতিবাদে রাজপথে থাকবেন।

তিনি বলেন, আমাকের একবারের জন্য সুযোগ দেন। আমি আপনাদের সেবা করতে চাই। তিনি শুক্রবার আড়াইহাজার বাজার মসজিদের জুমার নামাজ আদায় শেষে লিফলেট বিতরণ ও ভোট চান। পরে আড়াইহাজার বাজার ও হাইজাদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সভাপতি আ. হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মোল্লা ও মোক্তার হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।