ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ডাক বিএনপিপন্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
না.গঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ডাক বিএনপিপন্থীদের

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি পন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড লইয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে এক সমাবেশে নির্বাচনকে ডামি ও একতরফা আখ্যা দিয়ে এই ঘোষণা দেন আইনজীবী নেতারা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি এখন আর আইনজীবীদের নেই। আইনজীবীদের দাবি তারা মানেনি। এতে বোঝা যায় তারা সুষ্ঠু নির্বাচন চায় না। তাই আমরা এই নির্বাচনে যাব না।  

বিএনপিপন্থি আইনজীবীদের দাবিকৃত দুই দফা হলো-সিনিয়র নিরপেক্ষ আইনজীবী দিয়ে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনকে সম্পূর্ণভাবে বহিরাগতদের প্রভাবমুক্ত রাখা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।