ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

রাজনীতি

সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য আছে: ফুয়াদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য আছে: ফুয়াদ

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য আছে—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে এমন বিষয় আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জমান ফুয়াদ।

বুধবার (০৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ চলাকালে বিরতির সময় গণমাধ্যমের কর্মীদের তিনি একথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হামলা, বাংলাদেশের পতাকা অবমাননা এবং দেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের আন্তর্জাতিকভাবে যে গল্প শোনানো হচ্ছে, এ বিষয়ে করণীয় কী; সে বিষয় আলোচনায় এসেছে।

আজকের সংলাপে কোনো রাজনৈতিক বিষয় আসেননি জানিয়ে তিনি বলেন, তবে প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচনের জন্য তাগাদা দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। তারা আরও বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন খাতে সেবার বিষয়টি সেভাবে পরিলক্ষিত হচ্ছে না, এ বিষয়ে কী করা যায়, তা আলোচনায় এসেছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সব রাজনৈতিক দলের ঐকমত্য আছে—এ বিষয়টি সরকার প্রধানকে আশ্বস্ত করেছে নেতারা।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, তারা পতিত সরকারের নিয়োগপ্রাপ্ত, তাদের সরিয়ে বিপ্লবের পক্ষের শক্তিকে নিয়োগ দেওয়ার বিষয়টির প্রস্তাব এসেছে। সংখ্যালঘুদের ব্যাপারে একটি জাতীয় কমিশন গঠনের প্রস্তাব এসেছে। প্রোপাগান্ডা প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে পাবলিক রিলেশন সেল করার কথা এসেছে, যেখানে বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রকাশ করবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।