ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধ‍ুকে নিয়ে দরদ দেখালেন আলাল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
বঙ্গবন্ধ‍ুকে নিয়ে দরদ দেখালেন আলাল! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগ নেতাদের পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছোট আকারে দেখে দরদ দেখালেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দরদ দেখান।



বিজয় দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে ‘বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ’।  

ঢাকা শহরে টাঙানো পোস্টারের দিকে থাকিয়ে দেখার কথা বলে আলাল বলেন, ‘বাচ্চা ছেলেদের কাজলের টিপের মত বঙ্গবন্ধুর ছবি আর নেতাদের ছবি বিশাল আ‍কারে লাগনো হয়েছে। ’

‘এতে তারা নিজেরাই কতখানি সম্মান বঙ্গবন্ধুকে দেন’-এমন প্রশ্ন রেখে যুবদল সভাপতি বলেন, ‘যারা মু্ক্তিযুদ্ধের চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তারাই বঙ্গবন্ধুর অপমান করছেন। ’

রাজধানীর লালবাগ থানা আওয়ামী লীগের বিজয় দিবসের একটি পোস্টারের ছবি উল্লেখ করে তিনি বলেন,  আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় ছবি দিয়ে ছাপানো হয়েছে ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসের পোস্টার। আর এতে ছোট বাচ্চাদের কাজলের টিপের মতো রাখা হয়েছে বঙ্গবন্ধুর ছবি।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ১৬ ডিসেম্বর স্বাধীনতা না বিজয় দিবস জানে না আওয়ামী লীগ নেতারা। ’

আলাল বলেন, ‘ছেলে-মেয়েকে স্বীকৃত রাজাকারদের সঙ্গে বিয়ে দিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা পারিবারিক ও সামাজিকভাবে ধ্বংস করে দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘কুখ্যাত রাজাকার নুরু মিয়া ও মুসা বিন শমসেরের সঙ্গে আওয়ামী লীগ আত্মীয়তা করেছে।   আর আওয়ামী লীগের নেতা ফারুক খান পাকিস্থান সেনবাহিনীতে চাকরি করে দিনাজপুরে মুক্তিযুদ্ধাদের হত্যা করেছেন।  

প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের নামে খেলা পাতিয়েছেন এমন অভিযোগ করে আলাল বলেন, গত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারতের মধ্যকার খেলার মত আওয়ামী লীগ নির্বাচন কমিশন, পুলিশ, র‌্যাব আইন-শৃঙ্খলা বাহিনী একজোট আর অপরদিকে আছে বিএনপি।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।