ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ করবে বিএনপি।
 
দলটি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ওই সমাবেশে প্রধান ‍অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


 
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
দলীয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
 
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তন ও এর চত্বরে কয়েক হাজার মুক্তিযোদ্ধার সমাবেশ ঘট‍ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মী ও সমর্থকরা।
 
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুক্তিযোদ্ধারা খালেদা জিয়ার উপস্থিতিতে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।
 
এছাড়া বিএনপির শীর্ষ নেতারাও মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।