ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘মানুষ বিজয় উৎসব করতে পারছে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
‘মানুষ বিজয় উৎসব করতে পারছে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার গণতন্ত্র ও জনগনের কণ্ঠ কেড়ে নেওয়ায় দেশের মানুষ বিজয় দিবসে আনন্দ-উৎসব করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ দেশে কথা বলার ও স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা নেই। মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীরা জর্জরিত।

বাংলাদেশের প্রতিটি মানুষ কঠিন সময়ের মধ্যে দিয়ে দিন পার করছে মন্তব্য করে ড. মঈন খান বলেন, মানুষ বিজয় দিবসের আনন্দ উৎসব পালন করতে পারছে না। দেশের অর্থনীতিও কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশে হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প নেয়া হয়, এতে গুটি কয়েক শক্তি জড়িত। এসব প্রকল্পে গ্রামের সাধারণ কৃষক নেই। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। দেশে জবাবদিহিতার প্রতিনিধিত্ব নেই।

বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বাধীনতার আদর্শের দিকে তাকিয়ে হাহাকার করছে মন্তব্য করে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের ভোটের অধিকার ফিরে দেয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে এতে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানাসহ স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
টিএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।