ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বরিশাল সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

বরিশাল: নকল করায় ছাত্রের খাতা কেড়ে নেওয়ায় হল পরিদর্শক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বরিশাল সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আল মামুনসহ বেশ কয়েকজনের  বিরুদ্ধে।  
 
এ ঘটনাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।


 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন।
 
তিনি জানান, কমিটি স্থগিতের পাশাপাশি সরকারি বরিশাল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণাও করা হয়েছে।
 
এদিকে, এ ঘটনার পর বুধবার সন্ধ্যায় কলেজের শিক্ষক পরিষদ জরুরি সভা করে। পরবর্তীতে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।
 
বিষয়টি নিশ্চিত করে কলেজ অধ্যক্ষ খন্দকার অলিউল ইসলাম জানান, সম্মান শ্রেণির প্রথম বর্ষের পরীক্ষা দুপুরে শুরু হয়। বিএম কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী ওই কলেজে পরীক্ষায় অংশ নেয়। কলেজের ৩০১নং কক্ষে পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন উজিরপুর শহীদ স্মরণিকা কলেজের প্রভাষক কাজী নজরুল ইসলাম। বিকেলে পৌনে ৫টার দিকে নকল করার অপরাধে এক ছাত্রের খাতা কেড়ে নেন তিনি।
 
খবর পেয়ে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি আল-মামুন ওই কক্ষে গিয়ে ছাত্রের খাতা ফেরত দেওয়ার দাবি করেন। খাতা না দেওয়ায় প্রভাষক নজরুল ইসলামকে তিনি লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
 
এ ঘটনায় উপাধ্যক্ষ সরদার নূরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
অভিযোগ প্রমাণিত হলে ঘটনার সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিল করা হতে পারে বলে জানান কলেজ অধ্যক্ষ।
 
অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি আল মামুন জানান, কলেজের তৃতীয় তলায় হট্টগোল দেখে তিনি দৌড়ে সেখানে যান। সেখানে ওই শিক্ষকের সঙ্গে এক যুবককে দুর্ব্যবহার করতে দেখে তিনি এর প্রতিবাদ করেন।  
 
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।