ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনীতি বাদ দিয়ে নালিশী দলে পরিণত হয়েছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
রাজনীতি বাদ দিয়ে নালিশী দলে পরিণত হয়েছে বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: রাজনীতি বাদ দিয়ে বিএনপি এখন নালিশী দলে পরিণত হয়েছে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের সালনা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে এসব কথা বলেন।



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৌর নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, পৌর নির্বাচন মোটামুটি অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। এটা দেশে বিদেশে সবাই স্বীকার করেছে। আমরা তার চেয়েও ভাল ইউপি নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে নালিশী রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তারা রাজনীতি বাদ দিয়ে এখন একটা নালিশী দলে পরিণত হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের আগেই তারা হেরে যায়। এটা তাদের একটা সমস্যা। মির্জা ফখরুল যখন বলছে আমরা দখলের প্রকল্প চালু করেছি। আমি তখন তাকে পাল্টা প্রশ্ন করেছি আমরা যদি দখলই করি, ফল ছিনতাই করি তাহলে ঠাকুরগাঁয়ে আপনার (মির্জা ফখরুল) ভাই বিএনপি থেকে কিভাবে পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন ? বিএনপি ৩০টির মতো পৌরসভায় নির্বাচিত হয়েছে। তাহলে কি তারাও সেগুলোতে দখল করে জয়ী হয়েছে ?

ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে মন্ত্রী সড়ক ব্যবহারের সময় সড়ক দখলের মানসিকতা পরিবর্তনের ওপরও গুরুত্ব দেন।

তিনি বলেন, সড়ক দখল করা হলে ৮ লেন, ১৬ লেন করলেও কি হবে? লেন বাড়িয়ে লাভ নেই। সড়ক ব্যবহারের মানসিকতা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। সারাদেশে আগামী তিন-চার বছরের মধ্যে সড়ক যোগাযোগ নেটওয়ার্কের দৃশ্যমান পরিবর্তন সবাই দেখতে পাবে। জনগণ সুবিধা পাবে। দুর্ঘটনা যানজট সেটাও আমাদের একটা চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। যানজটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মন্ত্রী বলেন, জয়দেবপুর-বিমানবন্দর ৠাপিড বাস ট্রানজিট প্রকল্পের কাজ আগামী এপ্রিল মাসের মধ্যে শুরু হবে। জয়দেবপুর-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের টুকিটাকি কাজ শেষ করার পর আগামী মে মাসের মধ্যে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোটা জুড়েই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এক সঙ্গে ৫০-১০০ বছরের পরিকল্পনা হাতে নিয়ে আমাদের এ দেশের রাস্তাঘাট নির্মাণ করা উচিত। যাতে রাস্তাগুলো ‘সাসটেইনেবল’ হয়, বারবার ওইসব পরিবর্তন করতে না হয়। সামনে যত রাস্তা হবে সেখানে স্লো মুভারদের জন্য ব্যবস্থা রাখা হবে। সেভাবেই ডিজাইন করা হবে।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আহবুবুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান  মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা প্রশাসক এসএম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) হোসেইন মো. কবির ভুইয়া, ঢাকা বিভাগীর প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সশয়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।