ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাউন্সিলের জন্য জায়গা দিচ্ছে না সরকার: খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
কাউন্সিলের জন্য জায়গা দিচ্ছে না সরকার: খালেদা খালেদা জিয়া / ফাইল ফটো

ঢাকা: বিএনপির কাউন্সিলের জন্য সরকার কোনো জায়গা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

খালেদা জিয়া বলেন, সরকার একদিকে বলছে বিএনপির কাউন্সিলে বাধা দেয়া হবে না। কিন্তু বিএনপির কাউন্সিলের জন্য কোনো জায়গাও দেয়া হচ্ছে না। তাহলে আমরা কাউন্সিল কোথায় করবো। আমার বাসায় নাকি কার্যালয়ে।

তিনি বলেন, আমরা কাউন্সিল করে দলকে সুসংগঠিত করবো। সংগঠনকে আরো শক্তিশালী করবো। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবো।

বিএনপি সব সময় দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে খালেদা জিয়া বলেন, দেশের কোনো মানুষ নিরাপদে নেই, ভালো নেই। কারণ একটি দেশে গণতন্ত্র না থাকলে দেশের মানুষ ভালো থাকতে পারে না। দেশের আজ ভীষণ খারাপ অবস্থা। দেশে গণতন্ত্র না থাকায় দেশের উন্নতিও হচ্ছে না।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, দেশে শুধু ভালো আছে যারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ দেশে গুম, খুন, দূর্নীতি চালাচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের ওপর অত্যাচার জুলুম হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশ বাহিনী সর্ম্পকে খালেদা জিয়া বলেন, এই সরকার পুলিশকে যে প্রশ্রয় দিয়েছে তাতে পুলিশ বলছে, আমাদের জোরে সরকার টিকে আছে। এখন পুলিশকে নিয়ন্ত্রণ করবে কারা?

বিনা কারণে পুলিশরা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, গুলি করে হত্যা করছে, গুম করছে বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, সাগর রুনির হত্যাকারীদের সরকার এখনো গ্রেফতার করতে পারেনি। দেশের মানুষ বোকা নয়, তারা জানে সাগর-রুনিকে কারা হত্যা করেছে। কিন্তু সরকার তাদের ধরছে না।

দেশ গ্যাস সংকট রয়েছে অভিযোগ করে তিনি বলেন, দেশের মানুষ গ্যাস পাচ্ছে না।

তাঁতী দলের উদ্দেশে খালেদা জিয়া বলেন, তাঁতীদের কি সমস্যা আছে তা আমাদের জানতে হবে। প্রয়োজনে আমাদের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা তাদের সঙ্গে কথা বলবেন। সেখানে যাবেন। দলের পক্ষ থেকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তারা সেটা করবে। এখন না পারলেও ভবিষ্যতে সুযোগ এলে করবো।

তাঁতী দলের সভাপতি হুমায়ুন কবির খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসজেএ/এমইউএম/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।