ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জোটগতভাবে ইউপি নির্বাচন করবে ২০ দল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
জোটগতভাবে ইউপি নির্বাচন করবে ২০ দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।



সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠকটি শুরু হয়ে চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। তবে এতে জোটের প্রধান শরিক জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে এ বৈঠকের পরই মনোনয়নপত্র বিতরন শুরু করেছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এবং গণতন্ত্রের স্বার্থে বিএনপি জোট অংশ নিয়েছে। নির্বাচনে ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে এবং জোটের মধ্যে সমন্বয় করে অংশ নেবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরিকদের ছাড় দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে পরে জানিয়ে দেওয়া হবে।

জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা ও ভূয়া’ মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বলে জানান মির্জা ফখরুল। বৈঠকে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি ওঠে বলেও উল্লেখ করেন ফখরুল।

তিনি বলেন, দেশে এই মুহূর্তে গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই, নিরাপত্তা নেই। সাংবাদিকসহ সাধারণ মানুষ নিরাপদ নয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে, সাংবাদিক শওকত মাহমুদকে হয়রানিমূলক মামলায় আটক রাখা হয়েছে।

সম্প্রতি বেশ কয়েকটি শিশু হত্যার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণেই শিশু হত্যার মতো ঘটনা ঘটছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) ঢাকা মহানগর নগর সাধারণ সম্পাদক শহীদুন্নবী ডাবলু, ইসলামী ঐক্য জোটের (একাংশ) মহাসচিব মাওলানা আবদুল করিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব আব্দুল মতিন সাঈদ, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মুফতি ওয়াক্কাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬/আপডেট ২১১৬ ঘণ্টা/আপডেট ২১৫১ ঘণ্টা
এমএম/ এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।