বগুড়া: দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন বগুড়ার গাবতলী থানায় হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ১৪৯ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গাবতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়ার আদালত পরিদর্শক শাহজাহান আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তরা নির্বাচনের দিন সকালে থানায় হামলা
চালায়। এ সময় তারা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হন। মামলার পরবর্তী ধার্য্য তারিখে অভিযোগপত্র উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
অভিযুক্তদের মধ্যে গাবতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন, পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনের নাম উল্লেখযোগ্য।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/আরআই