ঠাকুরগাঁও: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা।
মির্জা ফয়সল আমিনের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার অভিযোগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মামলার পর সংবাদ সম্মেলন করেন তাহমিনা আক্তার।
দুপুর ১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্পত্তি ও ঋণ সংক্রান্ত তথ্য হলফনামা ও মনোনয়নপত্রে গোপন করার কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী মির্জা ফয়সলের মনোনয়নপত্র অবৈধ, বাতিলযোগ্য এবং মেয়র পদ থেকে তিনি অপসারিত হবেন।
পরাজিত আওয়ামী লীগের প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা সাংবাদিকদের জানান, ঠাকুরগাঁও পৌরবাসীর অধিকার প্রতিষ্ঠা ও পৌরবাসী যেন কারো দ্বারা প্রতারণার শিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত না হন এ জন্য তিনি মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর