ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

কমলনগরে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মননোয়নপত্র বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
কমলনগরে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনের মননোয়নপত্র বাতিল

লক্ষ্মীপুর: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ও হাজিরহাট ইউনিয়নে বিকল্পধারা বাংলাদেশের দুইজন ও আওয়ামী লীগের এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ মোট ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।


 
মনোনয়নপত্র বাতিলকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, চর ফলকন ইউনিয়নে হাজী মো. মনিন উল্লাহ (ইরাকি) ও হাজিরহাট ইউনিয়নে আবু বকর ছিদ্দিক এবং একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী মো. শাহাজাহান।

এছাড়া, ফলকন ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য দুইজন ও সাধারণ সদস্য একজন, হাজিরহাটে ইউনিয়নে সাধারণ সদস্য একজন, তোরাবগঞ্জ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য একজন ও সাধারণ সদস্য একজন এবং পাটোয়ারিরহাট ইউনিয়নে সাধারণ সদস্য একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বাংলানিউজকে বলেন, নাম ও ভোটার নম্বরে অমিল থাকায় বিকল্পধারা বাংলাদেশের দুই চেয়াম্যান প্রার্থী এবং আয়কর কাগজ দিতে না পারায় এক চেয়ারম্যান প্রার্থীর (আওয়ামী লীগের বিদ্রোহী) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া ঋণখেলাপি ও নির্বাচনবিধি যথাযথভাবে না মানায় তিনজন সংরক্ষিত নারী সদস্য ও চারজন সাধারণ সদস্যদের মনোনয়নপত্র বাতিল হয়। তবে এর বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন বলে তিনি জানান।

প্রথম দফায় আগামী ২২ মার্চ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন, হাজিরহাট, তোরাবগঞ্জ ও পাটোয়ারিহাট  ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।