ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

নলছিটির ৫ ইউপিতে আ.লীগের প্রতিদ্বন্দ্বী নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
নলছিটির ৫ ইউপিতে আ.লীগের প্রতিদ্বন্দ্বী নেই

ঝালকাঠি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঝালকাঠির নলছিটি উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

ফলে ‌এসব ইউনিয়নের একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ক্ষমতাসীন দলের প্রার্থী।

অপর চারটিতে আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

সূত্র জানায়, মনোনয়নপত্র জমাদানের শেষদিন নাচনমহল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছিদ্দিকুর রহমান ছাড়া চেয়ারম্যান পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

এতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম।

এছাড়া মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে কুলকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের আকতারুজ্জামান বাচ্চু, রানাপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মাসুদুর রহমান সালাম, মোল্লারহাট ইউনিয়নে আওয়ামী লীগের মো. কবির হোসেন ও সিদ্ধকাঠী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের জেসমিন ওবায়েদ চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে আছেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, ওই ৪টি ইউনিয়নে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। তবে তারা আপিলে প্রার্থিতা ফিরে না পেলে একক প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।