ঢাকা: অনিয়মের কারণে দ্বিতীয় ধাপের আরো ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বন্ধ করলো নির্বাচন কমিশন (ইসি)। ইউপিগুলো ফেনীর ফুলগাজীর।
বুধবার (০২ মার্চ) ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিতের নির্দেশনা ফেনী জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউপিতে আগামী ৩১ মার্চ ভোটগ্রহণের তফসিল ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তিন দফায় ৩৩টি ইউপি নির্বাচন বন্ধ করা হয়।
সর্বশেষ বন্ধ হওয়া ৬টি ইউপি হলো- ফুলগাজী উপজেলার আমজাদহাট, দরবারপুর, ফুলগাজী, জিএম হাট, মুন্সিরহাট ও আনন্দপুর।
ইসি কর্মকর্তারা জানান, গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে স্থানীয় নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এজন্যই ফুলগাজীর সব ইউপি’র নির্বাচন বন্ধের সিদ্ধান্ত দিয়েছে ইসি।
এদিকে ইসির উপ-সচিব পর্যায়ের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, এ ঘটনার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হতে পারে।
অন্যদিকে তিনটি ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র দাখিলের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান। দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বুধবার। এক্ষেত্রে ওই তিন ইউপিতে বৃহস্পতিবারও (৩ মার্চ) মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
এবার ছয় দফায় প্রায় সাড়ে ৪ হাজার ইউপি নির্বাচনের ভোটগ্রহণ করবে ইসি।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
ইইউডি/জেডএস