ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ভোলায় আ’লীগ সমর্থিত প্রার্থীর অফিসে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ভোলায় আ’লীগ সমর্থিত প্রার্থীর অফিসে অগ্নিসংযোগ

ভোলা: ভোলা সদরের বাপ্তা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (০৯ মার্চ) ভোরে ওই ইউনিয়নের ভোটেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।



খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি শটগানের গুলির খোসা ও একটি বোমা সাদৃশ বস্তু উদ্ধার করেছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বাংলানিউজকে জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সদরের বাপ্তা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা তার এ নির্বাচনী অফিস থেকে মূল প্রচার প্রচারণা কাজ চালাতেন। আগুনে অফিসের এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
এসএইচ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।