ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

খালিয়াজুরীতে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
খালিয়াজুরীতে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যান গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।  

রোববার (১৪ আগস্ট) বিকেলে ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ ও সাবেক চেয়ারম্যান গোলাম আবু ইছাকের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে টিপু মিয়া (৩০), হান্নান মিয়া (৩৮), ফুলেছা আক্তার (৪৫), হোসনে আরা (৩৩) ও দিল বাহারের (৩৮) নাম জানা গেছে।  

এদের মধ্যে অবস্থা খারাপ হওয়ায় টিপু ও হান্নানকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে জোসেফ ও ইছাক গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বাংলানিউজকে জানান, ফের সংঘর্ষ এড়াতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। তবে, এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।  

সোমবার (২২ মার্চ) খালিয়াজুরী উজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম আবু ইছাক। আর স্বতন্ত্র প্রার্থী ছিলেন ছানোয়ারুজ্জামান জোসেফ। এনিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে নির্বাচনে ভোটগ্রহণের দিন উভয়পক্ষের মধ্য সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে গুলিতে ইছাকের ছোট ভাই গোলাম আবু কাওছার নিহত হন। এরপর থেকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।