ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

দল-মতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
দল-মতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে

ঢাকা: সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার (১৫ আগস্ট) টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শোক দিবসের কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

আশরাফ বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বজনীনভাবে জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে হবে। স্বাধীন বাংলায় যতবার বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে ততবারই তিনি বাঙালির হৃদয়ে দৃঢ়ভাবে স্থান করে নিয়েছেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতার পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। দ্রুতই তা কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।