ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
সিলেটে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, আহত ১০

সিলেট: সিলেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২২ আগস্ট) দিনগত রাত সোয়া ১০টার দিকে নগরীর আম্বরখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাসুদ কামাল সুফিসহ পাঁচ নেতাকর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত শাহজালালের (র.) এর ওরস উপলক্ষে রাতে আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। ঘটনার সময় আম্বরখানা পয়েন্টের ব্যারিকেড ভেঙে মোটরসাইকেল নিয়ে যেতে চান ছাত্রলীগ নেতা সুফি। পুলিশ বাধা দেওয়ায় ওই ছাত্রলীগ নেতা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ সময় ছাত্রলীগের উত্তেজিত নেতাকর্মীরা সুনামগঞ্জ সড়কের যানবাহন ভাঙচুর করেন।

সংঘর্ষে উপ-পরিদর্শক (এসআই) শাহীন, এএসআই আজিজ, ফরহাদ, কনস্টেবল আব্বাস আহত হন। তাদের পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আট রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে। তবে কর্তব্য কাজে বাধা দেওয়ার কারণে পাঁচজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘন্টা, আগস্ট ২৩, ২০১৬/আপডেট:১৩১৭ ঘণ্টা
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।