ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

‘জঙ্গির নামে মানুষ হত্যা চলছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
‘জঙ্গির নামে মানুষ হত্যা চলছে’ ছবি: সুমন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গির নামে মানুষ হত্যা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী গণদলের ‘বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘জঙ্গির নাম দিয়ে মানুষ হত্যা শুরু করেছে সরকার। হত্যা কোনো মীমাংসার বিষয় না। তাদের ধরুন, আইনের আওতায় এনে বিচার করুন। হত্যা করার অধিকার কারো নেই’।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগে খালেদা জিয়া রামপালের ক্ষতিকর দিক নিয়ে কথা বলেছেন। দেশের ৯৫ শতাংশ মানুষ রামপালের বিরোধিতা করছেন’।

জিয়ার মাজার উঠিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন।

গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গণদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বিএনপির নেত্রী হেলেন জেরিন খান।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
ইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।