ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেরা ১৫ সেপ্টেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেরা ১৫ সেপ্টেম্বর

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই সাক্ষীকে আসামিপক্ষের জেরার দিন আগামী ১৫ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ০৬ অক্টোবর পুনর্নির্ধারণ করেছেন।

 

দুই ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

বুধবার (৩১ আগস্ট) অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্য দেন ২৭তম সাক্ষী বগুড়ার নন্দিগ্রাম ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও ২৮তম সাক্ষী বগুড়ার গাবতলী ভূমি কার্যালয়ের তৎকালীন সার্ভেয়ার ও সিরাজগঞ্জের চৌহালি ভূমি কার্যালয়ের বর্তমান  কর্মকর্তা আব্দুল মমিন মণ্ডল। সাক্ষ্য শেষে আগামী ১৫ সেপ্টেম্বর দুই সাক্ষীকে আসামিপক্ষের জেরার দিন ধার্য করেন আদালত।

এরপর শুরু হয়েছে পুরনো সাক্ষীদের আসামিপক্ষের জেরা। প্রথমে ২৪তম সাক্ষী প্রাইম ব্যাংকের ইভিপি আমজাদ হোসেনকে জেরা করছেন অ্যাডভোকেট মিজানুর রহমান। পর্যায়ক্রমে ২৫তম সাক্ষী প্রাইম ব্যাংকের ভিপি মোল্লা ফরিদ আহমেদ ও ২৬তম সাক্ষী সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তারকেও জেরা করার কথা রয়েছে আসামিপক্ষের।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।