ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

হজের আনুষ্ঠানিকতা পালনে আরাফায় খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
হজের আনুষ্ঠানিকতা পালনে আরাফায় খালেদা

ঢাকা: হজের আনুষ্ঠানিকতা পালনে এই মুহূর্তে আরাফাত ময়দানে অবস্থান নিয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় রাষ্ট্রীয় প্রোটকলে মিনার রাজকীয় প্যালেস থেকে আরাফাত ময়দানে রওনা দেন তিনি।


 
স্থানীয় সময় সকাল ৯টায় আরাফাতের ময়দানে পৌঁছে হজের আনুষ্ঠানিকতায় শরিক হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
 
তার সফর সঙ্গীদের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এসব তথ্য জানান।
 
হজ পালনের জন্য খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা. জোবায়দা রহমান, কন্যা জাইমা রহমান, খালেদা জিয়ার উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. ইনামুল হক চৌধুরী, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন নুরু, গৃহপরিচারিকা ফাতেমা বেগম।
 
এর আগে শনিবার (১০ সেপ্টেম্বর) বাদ জোহর মক্কা থেকে রাষ্ট্রীয় প্রোটকলে মিনায় পৌঁছান খালেদা জিয়া। সেখানে পৌঁছে রাজকীয় অতিথিশালা মিনা প্যালেসে অবস্থান করেন তিনি।
 
এর পর সেখানে আসর, মাগরিব ও এশার নামাজ আদায় ও হজের আনুষ্ঠানিতকায় শরিক হন খালেদা জিয়া। তার হজ আনুষ্ঠানিকতার পুরো প্রক্রিয়াটা সৌদি আরবের রাষ্ট্রীয় প্রোটকলে সম্পন্ন হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
এজেড/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।