ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে যুবলীগ নেতার গুলিতে যুবক হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
সোনাগাজীতে যুবলীগ নেতার গুলিতে যুবক হাসপাতালে

ফেনী: ফেনীর সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নে জাহাঙ্গীর আলম নামে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে আবু বক্কর ছিদ্দিক রুবেল (২৬) নামে এক যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবক মজলিশপুর ইউপি সদস্য ফেরদৌস নিপার ছেলে।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এলাকার একটি বিয়ে বিচ্ছেদের ঘটনায় ইউপি সদস্য ফেরদৌস নিপার স্বামী লাতু মিয়াকে ইট নিক্ষেপ করে আহত করেন।

এ ঘটনার জের ধরে শুক্রবার রুবেল জাহাঙ্গীরের সঙ্গে কথা বলতে গেলে জাহাঙ্গীর তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন।

পরে স্থানীয়রা রুবেলের চিৎকার শুনে ছুটে এসে জাহাঙ্গীরের পিস্তলটি জব্দ করলেও তিনি পালিয়ে ‍যান। পরে পিস্তলটি সোনাগাজী মডেল থানায় জমা দেয় গ্রামবাসী।

এদিকে, আহত রুবেলকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
বিএসকে/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।