ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ছাত্রদলের চার নেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ছাত্রদলের চার নেতা কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রদলের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ছাত্রদল নেতারা হলেন- তৌফিকুল ইসলাম তারেক, আবু সাঈদ সৈকত, আশরাফুল আলম রাতুল ও মোবারক হোসেন।

এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক
আবু ওয়াহাব আকন্দ, যুবদল নেতা সাইফুল ইসলাম বাদল, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদল নেতা টিপু প্রম‍ুখ।

আসামি পক্ষের আইনজীবী শাজাহান কবীর সাজু বাংলানিউজকে জানান, গত ২২ আগস্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় রায়ের প্রতিবাদে ঈশ্বরগঞ্জে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ-মিছিল করে ছাত্রদল।

এরপরেও ঘটনায় পুলিশ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন।

জানা যায়, এ মামলার প্রধান আসামি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা গোপাল ও ২ নম্বর আসামি ছাত্রদলকর্মী ইয়াসিন আরাফাত সানি এক মাস ২ দিন জেলখেটে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

বাংলাদশে সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বের ২১, ২০১৬
এমএএএম/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।