ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

রাজনীতি

সোনাগাজীতে শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
সোনাগাজীতে শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

ফেনী: ফেনীর সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি কামরুল ইসলাম প্রকাশ শাটার কামরুলকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ফাজিলের ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সোহাগ খায়ের, ওয়ার্ড সদস্য নিপার ছেলে রুবেলকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলাসহ সন্ত্রাসী ঘটনায় একাধিক অভিযোগ রয়েছে।

তিনি মজলিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আফছারের ছেলে।

গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে শাটার কামরুলের নাম বার বার মিডিয়ার শিরোনাম হয়ে উঠে। সর্বশেষ ১৯ সেপ্টেম্বর তিনি প্রকাশ্যে যুবলীগ সভাপতি আনোয়ার খায়েরকে গুলি করেন। গুলিবিদ্ধ খায়ের ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত কামরুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, নাশকতা, বিস্ফোরণসহ ডজনখানেক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।