ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

‘আগামী নির্বাচনের প্রচারণার কার্যক্রম শুরু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
‘আগামী নির্বাচনের প্রচারণার কার্যক্রম শুরু’ ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনী প্রচারণার কার্যক্রম এখন থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

সোমবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জাপার চেয়ারম্যান এরশাদ বলেন, সার্ক সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্তটা সরকারের সঠিক হয়েছে। এছাড়া ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার প্রেক্ষিতে এ সম্মেলন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ভারত-পাকিস্তান দু’দেশেই আণবিক শক্তিসম্পন্ন হওয়ায় তাদের মধ্যে যুদ্ধ বাধার কোনো আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে এরশাদ স্পষ্ট করে বলেন, জাতীয় পার্টি মধ্যবর্তী কোনো নির্বাচন নয়, আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতির জন্য দুই থেকে তিন বছর সময় লাগবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয়পার্টি সরকার গঠন করবে।

এ সময় উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় ও রংপুর জেলা জাপার নেত-কর্মীসহ রংপুর জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার ও পুলিশ সুপার মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।