ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় যুবলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
কুষ্টিয়ায় যুবলীগ নেতা আটক

কুষ্টিয়া: ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন যুবক কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জেড এম সম্রাটকে ধরে নিয়ে গেছে।  

সম্রাটের স্ত্রী সুমাইয়া পাপিয়া বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের আগা ইউসূফ মার্কেটে যুবলীগের দলীয় কার্যালয় ছিলেন সম্রাট।

এসময় সাদা পোশাকে আসা কয়েকজন নিজেদের জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য দাবি করে সম্রাটকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা আটকের কোনো তথ্য দিতে পারেন নি।  

এদিকে, আটকের বিষয়টি অস্বীকার করে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সম্রাট নামে কাউকে আটক করেনি তারা।  

কুষ্টিয়া জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, সম্রাটকে আটক ধরে নিয়ে যাওয়ার খবর আমরা তার পরিবারের কাছ থেকে শুনেছি। ঠিক কারা কেন তাকে আটক করেছে তা এখনও জানতে পারিনি।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।