ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আশুলিয়া (ঢাকা): বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই, সরকার যা খুশি তাই করছে। এ থেকে শিক্ষা নিয়ে ছাত্রলীগও যা ইচ্ছে তাই করছে, নার্গিসকে চাপাতি দিয়ে নির্মমভাবে কুপিয়েছে। এতো বর্বর, জঘন্য মানসিকতা ছাত্রলীগের পক্ষেই ধারণ করা সম্ভব।  

এসময় তারা বিএনপির সব নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহবান জানান।

বিক্ষোভ মিছিলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।