ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

চীনের প্রেসিডেন্টের সঙ্গে খালেদার বৈঠক শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে খালেদার বৈঠক শুক্রবার

ঢাকা: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে শুক্রবার (১৪ অক্টোবর) বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ওইদিন বিকেল ৫টায় রাজধানীর পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সোহেল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা যায়, শুক্রবার বেল‍া ১১টা ৪০ মিনিটে ভিভিআইপি ফ্লাইটে চীনের প্রেসিডেন্টের হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। কম্বোডিয়া থেকে তিনি বাংলাদেশ সফরে আসছেন।

চীনের প্রেসিডেন্টের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং হানিং, লি ঝাংশু, স্টেট কাউন্সিলর ইয়‍াং জিচি, পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই, ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন মন্ত্রী জু শাওশি, অর্থমন্ত্রী লু জিইয়েই, বাণিজ্যমন্ত্রী গাও হুচেং, পিপলস ব্যাংক অব চায়নার গর্ভনর ঝু জিয়াওচুয়ান প্রমুখ।

সফরসঙ্গী হিসেবে প্রতিনিধি দলে চীনের কমিউনিস্ট পার্টির নেতা, মন্ত্রী, সহকারী মন্ত্রী, রাষ্ট্রদূতসহ ১৩ নেতা ছাড়াও ৩৩ জন ওয়ার্কিং স্টাফ, ৩৪ জন নিরাপত্তা বিষয়ক ও মিডিয়া স্টাফ রয়েছেন।

বিমানবন্দরে পৌঁছালে ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন।

এরপর ২১ বার তোপধ্বনি, গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হবে শি জিনপিংকে।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রাসহ চীনের প্রেসিডেন্টকে তার সফরকালীন আবাসস্থল হোটেল লা মেরিডিয়ানে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এজেড/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।