ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ভূ-রাজনৈতিক কারণে বিশ্বের নজরে পড়েছে বাংলাদেশ’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
‘ভূ-রাজনৈতিক কারণে বিশ্বের নজরে পড়েছে বাংলাদেশ’

ঢাকা: বাংলাদেশ ভূ-রাজনৈতিক কারণে বিশ্বের রাষ্ট্রগুলোর নজরে পড়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. এম এ হাদী’র ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভূ-রাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেই বিদেশি মেহমানরা দিনে দিনে আসছেন ভবিষ্যতে হয়তো আরো আসবেন। তবে দুর্ভাগ্য রাজনৈতিক হীনমন্যতায় গুণীজন যাদের যতটুকু সম্মান দেওয়া উচিত তা দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এটাই ঈঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশের জনগণের প্রয়োজনে যে কোনো সংকটে পাশে থাকবে চীন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে সরকার জেদের বসে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ করছে। বিশ্বব্যাংকের এ ব্যাপারে তলিয়ে দেখা উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ বলেন, যদি নিজের স্বার্থ সংরক্ষণ করে কৌশলগত অবস্থান অব্যাহত রাখতে হয় তাহলে প্রতিটিক্ষেত্রে বিশেষজ্ঞ তৈরি করতে হবে। মতাধর রাষ্ট্র চীন, ভারত এমনকি আমেরিকাকে কোনো সুযোগ করে দিয়ে পা ফেলতে দেওয়া যাবে না।  

আয়োজক সংগঠনের সহ সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ড্যাবের মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাব নেতা অধ্যাপক আব্দুল মান্নান, ডা. সিরাজুল ইসলাম, ডা. এম এ সেলিম, ডা. রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এমএম/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।