ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি গণতন্ত্রের লাইসেন্স পেতে পারে না : ইনু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
বিএনপি গণতন্ত্রের লাইসেন্স পেতে পারে না : ইনু ছবি: রানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গিদের সঙ্গে সখ্যতা থাকায় বিএনপিকে গণতন্ত্রের লাইসেন্স দেওয়া সম্ভব না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবে জাসদ কর্তৃক আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূল ও জঙ্গি-সঙ্গী বর্জন’ শীর্ষক আলোচনা সভায় এ কথা জানান তিনি।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি নিজেরাই তাদের গণতান্ত্রিক লাইসেন্স হারিয়েছে। জঙ্গিদের সঙ্গে থাকাকালীন তারা কিছুতেই গণতন্ত্রের লাইসেন্স পেতে পারে না। তারা এখন পর্যন্ত জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়নি। ক্ষমতায় থাকাকালীন তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছে।

অন্যদিকে বিএনপি জঙ্গি তৈরির কারখানা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরাসরি জঙ্গিদের নেত্রী বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু।

তিনি বলেন, জঙ্গিদের রাজনৈতিক বন্ধুদের ত্যাগ না করা গেলে বর্তমান জঙ্গি পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হবে না। বিএনপি জঙ্গি তৈরির কারখানা। শুধু তাই না বেগম খালেদা জিয়া সরাসরি জঙ্গিদের নেত্রী। তারা আগেও যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে এখন জঙ্গিদের। এদেরকে আমাদের বর্জন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌসি প্রিয়ভাষীনি, শ্রমিক নেত্রী শিড়িন আক্তার এমপি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ইউএম/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।