ঢাকা, সোমবার, ১৮ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

রাজনীতি

সম্মেলনে যোগ দিতে কুমিল্লায় কার্ড পেলেন ২৭৮ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
সম্মেলনে যোগ দিতে কুমিল্লায় কার্ড পেলেন ২৭৮ জন

কুমিল্লা: আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে কুমিল্লার ১৬ উপজেলা থেকে কাউন্সিলর কার্ড পেয়েছেন ২৭৮ জন নেতা।

কুমিল্লা (দক্ষিণ) জেলায় ১৩৮ জন (এর মধ্যে কমিটির ৭১ জন সদস্য, বাকিগুলো উপজেলা পর্যায়ের), মহানগরে ২০ জন ও কুমিল্লা উত্তর জেলায় ১২০ জন কাউন্সিলর কার্ড পেয়েছেন।

এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা থেকে ডেলিগেট হিসেবে ১৩৮ ও অতিথি হিসেবে আরও ১৩৮ জন কার্ড পেয়েছেন।

বিভিন্ন সূত্র জানায়, কাউন্সিলর কার্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলো- কুমিল্লার ৯ সংসদ সদস্য। তারা হলেন- পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা জেলা (দক্ষিণ)  আওয়ামী লীগের সভাপতি আ ফ ম মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল (সদর দক্ষিণ-নাঙ্গলকোট), রেলমন্ত্রী ও জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব (চৌদ্দগ্রাম), মো. তাজুল ইসলাম (লাকসাম-মনোহরগঞ্জ), হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার (সদর) অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু (বুড়িচং-বি পাড়া), অধ্যাপক মো. আলী আশ্রাফ (চান্দিনা), ইউসুফ আব্দুল্লাহ হারুন (মুরাদনগর), মেজর (অব.) সুবিদ আলী ভূইয়া (দাউদকান্দি-মেঘনা) ও রাজী মোহাম্মদ ফখরুল (দেবিদ্বার)।

এছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে আরও রয়েছেন- উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ বি এম গোলাম মোস্তফা, সহ সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোন্তাকিম আশরাফ টিটু, নির্বাহী সদস্য তপন বকসী ও নির্বাহী সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন প্রমুখ।  

এদিকে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কাউন্সিলর কার্ড পেয়েছেন ২০ জন নেতা। তারা হলেন- কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউর রহমান, মমতাজ বেগম এমপি, সাবেক নারী সংসদ সদস্য জোবেদা খাতুন পারুল, আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান পাখী, মহানগর আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এস এম আলী আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হাই বাবলু, জেলা যুবলীগের সাবেক সাবেক সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশন, কুসিক কাউন্সিলর আন্জুম সুলতানা সীমা, আওয়ামী লীগ নেতা আবদুল আলিম কাঞ্চন,  কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, কুসিক কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, বাবু শিবপ্রসাদ রায়, যুবলীগের কেন্দ্রীয় সদস্য হাবিবুল্লাহ তুহিন ও আওয়ামী লীগ নেতা শেখ ফরিদ ফাত্তাহ প্রমুখ।

আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে কুমিল্লায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আলোকসজ্জা করা হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।