ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধারের টাকায় সম্মেলনে আকরাম হোসেন

শেখ জাহিদুজ্জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
ধারের টাকায় সম্মেলনে আকরাম হোসেন ছবি: দীপু মালাকার- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুরের ভোগলবাড়ি থেকে হাতে ছোট্ট নৌকা ও সোলার প্যানেল চালিত রেডিও নিয়ে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে যোগ দিয়েছেন বঙ্গবন্ধুর সৈনিক মো. আকরাম হোসেন (৩৪)।

সম্মেলনে আসতে আকরামের খরচ হয়েছে ৫ হাজার টাকা।

আর  এ টাকা সংগ্রহ করেছেন ধারদেনা করেন।

রোববার ( ২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর টিএসসি মোড়ে দেখা মেলে আকরামের।

গায়ে পুরনো টিশার্ট, জিন্স প্যান্ট আর মুখে অবিরত বঙ্গবন্ধুর ভাষণ।

বাংলানিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গত ২১ অক্টোবর রাতে তিনি ঢাকায় এসেছেন। আর ঢাকায় এসে মাথা গুজেছেন আবাসিক হোটেলে।

তিনি বলেন, হাত দিয়ে ঘুরালে সৌর চালিত রেডিওর ব্যাটারি চার্জ হয়। আর চার্জ না থাকলে কিভাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শোনাবেন। তাইতো হাতল ঘোরাচ্ছেন আর অবিরত তার মুখে ও রেডিওটিতে ধ্বনিত হচ্ছে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ভাষণ। ‘ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি যদি হুকুম দিতে নাও পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

রেডিওটিতে যখন বঙ্গবন্ধুর ভাষণ বাজছে তখন আকরামের মুখোমন্ডল যেন লাল হয়ে উঠছে। তার শরীর জুড়ে বইছে বঙ্গবন্ধুর প্রেম। আর তাই নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক বলতে দ্বিধাবোধও করলেন না আকরাম হোসেন। অকপটে বললেন আমি বঙ্গবন্ধুর সৈনিক।

তিনি আরো বলেন, আমি একজন মুদি দোকানদার। কিন্তু যেখানে আওয়ামী লীগের সম্মেলন কিংবা অনুষ্ঠান হয় সেখানেই আমি আমার বানানো নৌকা আর রেডিও নিয়ে হাজির হই। বিগত ৫টি বছর ধরে এভাবেই আওয়ামী লীগের বিভিন্ন সম্মেলন ও অনুষ্ঠানে নিজ অর্থ ব্যয় করে মানুষকে বঙ্গবন্ধুর ভাষণ শোনাচ্ছেন। আর পাঁচ বছর আগে এই নৌকা বানাতে তার খরচ হয়েছিলো ৩২০০ টাকা আর রেডিওটি কিনতে ব্যয় হয়েছিলো ১৫০০ টাকা।  

কেন বঙ্গবন্ধুর ভাষণ শোনান, জবাবে তিনি বলেন, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। মনে প্রাণে বঙ্গবন্ধুকেই নেতা হিসেবে ঠাঁই দিয়েছি। আর তাই সবাইকে বঙ্গবন্ধুর ভাষণ শোনাতে চাই। আর এতেই আমার তৃপ্তি। কথা বলতে বলতে অশ্রুসিক্ত কন্ঠে তিনি বলেন, যুদ্ধের সময় আমার জন্ম হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর ভাষণকে ভালোবেসে সামনের দিনগুলো কাটাতে চাই।

শুধু কি তাই, টিএসসি মোড়ে যাকে পাচ্ছেন তাকেই তিনি বলছেন ভাই বসেন, বঙ্গবন্ধুর ভাষণ শোনেন। জাতির পিতার ভাষণ না শুনলে কার ভাষণ শুনবেন। আর নেতা তো মোদের একজনই শেখ মুজিব শেখ মুজিব।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
এসজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।