ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্ত নির্বাচিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
সুনামগঞ্জ-২ আসনে জয়া সেন গুপ্ত নির্বাচিত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়া সেন গুপ্ত ৯৫ হাজার ৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু  ৪২ হাজার ১৫৬ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে প্রিজাইডিং অফিসার এবং স্থানীয়ভাবে এ তথ্য জানা গেছে।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

উপ-নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার ছিলেন। কিন্তু ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১২৫টি। ব্যালট পেপার ছেঁড়াসহ নানা কারণে ৭৯৪টি ভোট বাতিল করা হয়েছে। দিরাই-শাল্লায় দুই উপজেলায় ভোট কেন্দ্র ছিল ১১০টি।

৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর এই আসনে উপ-নির্বাচন ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।