ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
শেখ হাসিনার অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব

মদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন তা প্রমাণ করেছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল সর্দারকান্দি ইটখোলা জামিয়া খাতুন জামে মসজিদ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনও নির্বাচন কমিশনই পরিচালনা করবে।

তখনকার সরকার শুধু নির্বাচনকালীন সরকারি কিছু কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না।

এসময় নৌমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিদের সঙ্গী হচ্ছে বিএনপি, জামায়াত। যখন শেখ হাসিনা জঙ্গিদের মোকাবিলা করছে, তখন তারা জঙ্গিদের পক্ষ নিয়ে প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ’

তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তাই জঙ্গিবাদকে নির্মূল করে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে। আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জনগণ ভোট দিয়ে আবারো ক্ষমতায় নিয়ে আসবে।

ধুরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হাওলাদারের সভাপতিত্বে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।