ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জঙ্গিবাদ বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি দল বা গোষ্ঠী জঙ্গিবাদের সৃষ্টি করছে। তারা জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে।

জাতীয় ঐক্যের ডাক তাদের ছদ্মবেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষ আজ রাস্তায় নেমেছে। তাই জাতীয় ঐক্য ইতোমধ্যে হয়ে গেছে।

আর জাতীয় ঐক্যের প্রয়োজন নেই।

শনিবার (০১ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পশ্চিমাদেশগুলোর মতো একই পদ্ধতিতে বাংলাদেশে জঙ্গি নির্মূল হচ্ছে। তাদের চেয়ে অনেক সফলতার সঙ্গে অভিযান পরিচালনা করছে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী।

এ সময় বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন তিনি।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যদি কারো মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন দেখা যায় তবে অবশ্যই শিক্ষকদের জানাতে হবে। আর শিক্ষকদের দায়িত্ব হবে তা আইনশৃঙ্খলা বাহিনীকে  জানানো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।